Jonaki Jwole Uthuk lyrics

Jonaki Jwole Uthuk Lyrics in English

Jonaki Jwole Uthuk Lyrics in Bengali

Read this lyrics in Bengali language-

ইংরেজি ভাষায় জোনাকি জোওলে উথুকের গান পড়ুন


  বৃষ্টি পরার আগয় কখোনো মেঘ দেখে নেই,


সন্ধে নামার পোরে শাকের আওয়াজ ভাল লাগে।


এক রাজার কোনয়ার ছাদের উপর পরী নামার সময়,


তারার মিছিল সারা রাত শুধু তোমার কথা বোলে।


জিন্দাবাদি প্রেমের গল্প বিপ্লবের এক নাম,


আমার আদর তোমার কাছ থেকে আজান হয় উঠুক,


থটর আপর ঠোট রাখর শিরোনাম টুকু থাক,


আমার শোরে জলের আপর গোলাপ ফুল ফুটুক।


এভাবেই রোজ, এভাবেই


জোনাকি জ্বলে উঠুক, জ্বলে উঠুক


এভাই রোজ, এভাবেই জোনাকি জোলে উঠুক,


জোনাকি জোলে উঠুক।


সঙ্গীত…


Shorir Agul Shorir Jol, Megh Tene Daw Gaye,


মাখামাখি শুয়ে সেয়ে দাবানোল খুজে বেরাই,


তুমি আমার হাত ধোরে ছোলো মনের উপরে হাতি,


মোম্বাতি খুজতে গিয়ে লোডশেডিং কে হারাই।


এভাবেই রোজ, এভাবেই


জোনাকি জোলে উথুক, জ্বলে উঠুক,


এভাবেই রোজ, এভাবেই জোনাকি জ্বলে উঠুক,


জোনাকি জোলে উথুক


জোরিয়ে ধোরে ঝাপটে ধোরে চেরো না আময়


আমি হারিয়ে যাবো তোমার ভেতোর


তোমার হাট ধোরে,


চোলো আবর দুজন তারার দিক হেতে চোলে জাই


জোনাকি দেখো জ্বলছে আবর রাতের আকাশ জুরে।


এভাবেই রোজ, এভাবেই


জোনাকি জ্বলে উঠুক, জ্বলে উঠুক,


এভাবেই রোজ, এভাবেই জোনাকি জোলে উথুক,


জোনাকি জ্বলে উঠুক। (x2)

More Lyrics: Bangla Lyric Zone


Comments

Popular posts from this blog

Nithur Monohor lyrics by Ishaan Mozumder

Sajani Sajani Radhika Lo lyrics

AAINA Lyrics by YOUNG GALIB