Sajani Sajani Radhika Lo lyrics

Sajani Sajani Radhika Lyrics in English

Sajani Sajani Radhika Lo Lyrics in Bengali

Read this Rabindra Sangeet Lyrics in Bengali language-

সজনী সজনী রাধিকা লো,


দেখা আবাহুন চাহিয়া,


মৃদুলগমন শ্যাম আওয়ে


মৃদুলা গান গাহিয়া।


সজনী সজনী রাধিকা লো,


দেখা আবাহুন চাহিয়া।


মৃদুলগমন শ্যাম আওয়ে


মৃদুলা গান গাহিয়া।


সজনী সজনী রাধিকা লো,


দেখা আবাহুন চাহিয়া


পিনাহ ঘাটিতা কুসুমহার,


পিনাহা নিল আঙ্গিয়া।


সুন্দরী সিঁদুর দেকে


সীথি করহা রাঙ্গিয়া।


সজনী সজনী রাধিকা লো,


দেখা আবাহুন চাহিয়া।


মৃদুলগমন শ্যাম আওয়ে


মৃদুলা গান গাহিয়া


সজনী সজনী রাধিকা লো,


দেখা আবাহুন চাহিয়া




সহচারী সব নাচ নাচ


মিলন-গীত গাও রে,


চঞ্চলা মঞ্জিররাবা


কুঞ্জগগন চাও রে।


সজনী, আবা উজার মাদিরা


কনকদীপ জাওয়ালিয়া,


সুরভী করহ কুঞ্জভাবনা


গন্ধসলীলা ধলিয়া।


সজনী সজনী রাধিকা লো,


দেখা আবাহুন চাহিয়া।


মল্লিকা চামেলি বেলি


কুসুম তুলহা বলিকা


গাঁথা যুথি, গাঁথা জাতি,


গাঁথা বকুলমালিকা।


ত্রিশিতানয়ন ভানুসিংহ


কুঞ্জপথমে চাহিয়া-


মৃদুলগমন শ্যামা আওয়ে


মৃদুলা গান গাহিয়া।


সজনী সজনী রাধিকা লো,


দেখা আবাহুন চাহিয়া।

Check more on Bangla Lyric Zone


Comments

Popular posts from this blog

Nithur Monohor lyrics by Ishaan Mozumder

AAINA Lyrics by YOUNG GALIB